নলছিটিতে এসএসসি পরীক্ষায় ৮ শিক্ষার্থী বহিষ্কার, কেন্দ্রসচিবসহ ৯ শিক্ষককে অব্যাহতি

মানচিত্রে ঝালকাঠি। ছবি: সংগৃহীত
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫ | ১৬:৫১
ঝালকাঠির নলছিটিতে চলমান এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৮ পরীক্ষার্থী, কেন্দ্রসচিব ও সুপারসহ ৯ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার হদুয়া বৈশাখিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে এসব শিক্ষার্থীদের বহিষ্কার, দায়িত্ব পালনে অবহেলার দায়ে কক্ষ পরিদর্শক এবং কেন্দ্রসচিব ও সুপারকে পরবর্তী সকল পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা শহর থেকে হদুয়া বৈশাখিয়া কেন্দ্রটি দূরে হওয়ার সুবাধে উপজেলা প্রশাসনের নজরদারি কম থাকার সুযোগ নিত শিক্ষার্থী ও পরিদর্শকরা। পরীক্ষা শুরুর দিনেই কেন্দ্রটিতে মোবাইল নিয়ে যাওয়ায় এক পরীক্ষার্থীকে বহিষ্কারও করা হয়েছিল।
এ পরীক্ষা কেন্দ্রটির বিরুদ্ধে অসদুপায় অবলম্বনে সহযোগিতার অভিযোগ ছিল দীর্ঘদিনের। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে এলে গুরুত্বের সঙ্গে নজরদারি করে পরীক্ষা কেন্দ্রে নকল ও দায়িত্বে অবহেলার প্রমাণ হাতেনাতে পাওয়ায় ব্যবস্থা নেন।
এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, দেশে শিক্ষার সঠিক মান ফিরিয়ে আনতে এবং মেধার বিকাশকে গতিশীল করতে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। যেকোনো পরীক্ষা কেন্দ্রে অনিয়ম পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ বছর চলমান এসএসসি ও দাখিল পরীক্ষায় হদুয়া বৈশাখিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রটিতে ১২টি মাদ্রাসার ৩২৭জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।