ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গরুর ঘাস খাওয়া নিয়ে সালিসে সংঘর্ষ, প্রাণ গেল সাক্ষীর

গরুর ঘাস খাওয়া নিয়ে সালিসে সংঘর্ষ, প্রাণ গেল সাক্ষীর

নিহত আবুল কালাম

রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫ | ২১:৩০

খাগড়াছড়ির রামগড়ে গরুর ঘাস খাওয়া নিয়ে সালিসের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার তৈছালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম (৫০) ওই গ্রামের আসলাম মিয়ার ছেলে। তিনি সালিসে সাক্ষ্য দিতে গিয়েছিলেন।

স্থানীয়রা জানান, তৈছালার বাসিন্দা সাদ্দামের একটি গরু প্রতিবেশী মর্তুজা আলীর জমিতে ঢুকে ঘাস খায়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার জন্য সালিস ডাকা হয়। গতকাল বিকেলে সালিস চলাকালে দুই পক্ষের মধ্যে ফের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে গুরুতর আহত হন আবুল কালামসহ ৯ জন। তাঁদের প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। আজ ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালামের মৃত্যু হয়।

সালিসে উপস্থিত থাকা কয়েকজন জানান, তুচ্ছ ঘটনাটি সালিসের মাধ্যমেই সমাপ্তি হয়েছিল। হঠাৎ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ হামলায় আবুল কালাম নিহত ও কয়েকজন আহত হন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আবুল কালামের লাশ চট্টগ্রাম থেকে থানা এনে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×