কুড়িগ্রাম
চাকরির কথা বলে টাকা আদায়, সরকারি কর্মচারি আটক

আটক রাজিউন হক সাগর
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫ | ০১:৪৩ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ | ০১:৪৪
সরকারি চাকরি দেওয়ার কথা বলে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক উপ-সহকারী মেডিকেল অফিসারকে কুড়িগ্রাম থেকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার রাত ৯টার দিকে কুড়িগ্রাম জেলা শহরের ডিসি অফিস সংলগ্ন পুকুর পাড় থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম রাজিউন হক সাগর (২৯)। তিনি লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার এবং ওই ইউনিয়নের মশিউর রহমানের ছেলে।
কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়াত হোসেন জানান, সরকারি চাকরি দেওয়ার কথা বলে তিনজনের কাছ থেকে ২৮ লাখ টাকা নেওয়ার অভিযোগে গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এছাড়া কুড়িগ্রাম ও লালমনিরহাটের অনেকের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আটক রাজিউন হক সাগরকে রাত সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, সেনাবাহিনী প্রতারণার অভিযোগে একজনকে আমাদের কাছে সোপর্দ করেছে। প্রতারণার মামলা দিয়ে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।