নওগাঁয় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের

প্রতীকী ছবি
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫ | ১৯:৪১
নওগাঁর পোরশায় মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের সংঘর্ষে নাজমুল হক সুমন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি নিতপুর পুরাতনপাড়ার মজিবর রহমানের ছেলে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই এলাকার মোতাহার উদ্দীনের ছেলে আজিম উদ্দীন (২৩)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, বুধবার বিকেলে সুমন ও আজিম উদ্দীন মোটরসাইকেলে চড়ে বাড়ি থেকে নিতপুর-সারাইগাছী সড়ক হয়ে সুতরইল মোড়ে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা বড় ব্রিজ এলাকায় পৌঁছালে মাটিবাহী একটি ট্রাক্টর রাস্তার দক্ষিণ পাশ থেকে মূল সড়কে উঠতে গেলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সুমন আলী নিহত হন। আহত অবস্থায় আজিম উদ্দীনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছেন।