চিংড়িঘেরের বাঁধ কেটে ১০ একর বনভূমি উদ্ধার

উপকূলীয় বনবিভাগ অভিযান চালিয়ে ১০ একর বনভূমি উদ্ধার করেছে
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫ | ১৯:০২
কক্সবাজারের মহেশখালীতে প্যারাবনের গাছ কেটে চিংড়িঘের নির্মাণকারীদের দখলে থাকা ১০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে। উপকূলীয় বনবিভাগ অভিযান চালিয়ে এসব জমি দখলমুক্ত করে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল পর্যন্ত গোরকঘাটা ও চরণদ্বীপের রেঞ্জ কর্মকর্তা আয়ুব আলীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার শাপলাপুর ইউনিয়নের জামিরছড়ি ও জেএএম ঘাট এলাকায় দুটি চিংড়িঘেরের সব বাঁধ কেটে ১০ একর জমি দখলমুক্ত করে বনবিভাগ।
জানা গেছে, গত বছর ৫ আগস্টের পর জামিরছড়ি এলাকায় বিএনপিকর্মী মো. শাহাজানের নেতৃত্বে এবং জেএএম ঘাট এলাকায় বদরখালীর জনৈক মো. কাইছারের নেতৃত্বে প্যারাবনের বাইন গাছ কেটে প্রায় ১০ একর জমিতে দুটি চিংড়িঘের নির্মাণ করা হয়। এসব অবৈধ চিংড়িঘের কেটে দেওয়ায় পরিবেশবাদীরা বনবিভাগকে সাধুবাদ জানিয়েছেন।
বিএনপিকর্মী মো. শাহাজানের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়। পরে খুদে বার্তা দিলেও সাড়া মেলেনি।
উপকূলীয় বন বিভাগের গোরকঘাটা ও চরণদ্বীপের রেঞ্জ কর্মকর্তা আয়ুব আলী জানান, তাঁর নেতৃত্বে বনকর্মীরা ৫০-৬০ জন শ্রমিক নিয়ে চিংড়িঘেরের বাঁধ কেটে বন বিভাগের পৃথক ১০ একর জায়গা দখলমুক্ত করে। এ বিষয়ে তদন্ত করে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- মহেশখালী