ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

আখাউড়ায় ২৮ রাউন্ড গুলিসহ আটক ৩

আখাউড়ায় ২৮ রাউন্ড গুলিসহ আটক ৩

প্রতীকী ছবি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫ | ০৩:০২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২৮ রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পৌরসভার মসজিদ পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে একটি ব্যাগে রাখা অবস্থায় গুলিগুলো উদ্ধার করা হয়।

আটকরা হলেন— কুমিল্লার কোতোয়ালি এলাকার মো. পলাশ (৩০) ও হেলাল মিয়া এবং আখাউড়া পৌরসভার মসজিদ পাড়া এলাকার মো. কাউছার (৪৫)।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে আমরা জুমার নামাজের পর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করি। ওই সময় তিনজনকে আটক করা হয় এবং তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে ২৮ রাউন্ড গুলি উদ্ধার করি।’

তিনি জানান, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে এই গুলি কুমিল্লা থেকে আনা হয়েছিল। তবে তাদের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, কারা এ ঘটনার সঙ্গে জড়িত—তা উদঘাটনে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×