ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বরিশালে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন বিএনপি নেতা

বরিশালে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন বিএনপি নেতা

ছবি: সমকাল

বরিশাল বুরো

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫ | ২২:৫৮

বরিশাল নগরীতে বিএনপির ৩১ দফার কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় উপদেষ্টা মজিবুর রহমান সরোয়ার। শনিবার বিকেলে নগরের সদর রোডে নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন তিনি।

এ সময় সরোয়ার বলেন, রাষ্ট্রের শৃঙ্খলা ও গণতন্ত্র সুসংহত করতে জাতীয় নির্বাচন প্রয়োজন। অতি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন এখন সময়ের দাবি। বিএনপি নির্বাচিত হলে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সরকার পরিচালনা করবে। 

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক নেতা নজরুল ইসলাম রাজন, আকবর হোসেন, আনোয়ারুল হক তারিন, হোসেন চৌধুরী, রফিকুল ইসলাম শাহিন প্রমুখ। 

আরও পড়ুন

×