ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পিএসসি সংস্কারের দাবিতে দ্বিতীয় দিনের মতো বাকৃবিতে রেলপথ অবরোধ

পিএসসি সংস্কারের দাবিতে দ্বিতীয় দিনের মতো বাকৃবিতে রেলপথ অবরোধ

ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫ | ২১:১৮

পিএসসি সংস্কারের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে দ্বিতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃব) শিক্ষার্থীরা।

রোববার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক খান। 

তিনি বলেন, পিএসসি সংস্কার ও প্রশ্নফাঁস জড়িতদের শাস্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো বাকৃবি শিক্ষার্থীরা জব্বারের মোড় রেলপথ অবরোধ করে রেখেছেন। তবে এখনও কোনো ট্রেন আটকা পড়েনি ওই এলাকায়।

গতকাল শনিবার অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি রাত ৮টা ৪৫ মিনিটে আটকে দেয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের অনুরোধে রাত ৯ টা ৫৬ মিনিটে তারা ট্রেন ছেড়ে দেয়।

আরও পড়ুন

×