রায় রিভিউ চেয়ে আবেদন করবেন আজহার

এটিএম আজহারুল ইসলাম -ফাইল ছবি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯ | ১২:৪৫
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম আপিল বিভাগের রায়ের রিভিউ চেয়ে আবেদন করবেন। শুক্রবার পাঁচ আইনজীবী গাজীপুরের কাশিমপুর কারাগারে তার সঙ্গে দেখা করতে গেলে তিনি রিভিউ আবেদন করতে সম্মতি দেন।
কারা সূত্র জানায়, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের নেতৃত্বে এটিএম আজহারুল ইসলামের আইনজীবী গিয়াস উদ্দিন মিঠু, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ সালাউদ্দিন ও আবদুর রাজ্জাক সকালে কারাগারে আসেন এবং প্রায় ১৫ মিনিট তারা কথা বলেন। প্রায় পাঁচ বছর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেন। বৃহস্পতিবার আপিলের রায়েও তার সেই সাজা বহাল থাকে।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান সমকালকে বলেন, আপিল বিভাগের বহাল রাখা রায়ের পর আজহারুল ইসলাম রিভিউ চাইবেন কি-না তা জানার জন্য তার আইনজীবীরা দেখা করতে এসেছিলেন। আইনজীবীদের তিনি রিভিউ আবেদনের অনুমতি দিয়েছেন বলে জানান এ জেলার। তবে পরিবারের কোনো সদস্য কিংবা কোনো স্বজন তার সঙ্গে দেখা করতে আসেননি।