ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আদালত চত্বরে সংবাদকর্মী দেখে তেড়ে এলেন হত্যা মামলার আসামি

আদালত চত্বরে সংবাদকর্মী দেখে তেড়ে এলেন হত্যা মামলার আসামি

ছবি: সমকাল

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫ | ১৮:১২

আদালত চত্বরে গণমাধ্যমকর্মীদের দেখে তেড়ে এসেছেন হত্যা মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি। আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ দায়রা জজ আদালত থেকে আসামিদের হাজতে নেওয়ার সময় এ ঘটনা ঘটে। 

জানা যায়, রাসিক মিয়া নামে এক ব্যক্তিকে হত্যার অপরাধে তিনজনকে সাজা দেন আদালত। রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন- ছাতকের নইজুল হক। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও একই মামলায় সামিনা বেগম ও রীনা বেগমকে দশ বছর করে কারাদণ্ড দেন আদালত। আজ দুপুরে এ দণ্ড দেন অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক তেহসিন ইফতেখার। রায়ের পর আসামিদের আদালত থেকে হাজতে নেওয়া হয়। এ সময় আদালত চত্বরে সংবাদকর্মীদের দেখে তেড়ে আসেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি নইজুল।  

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালে পারিবারিক বিরোধের জেরে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে রাসিক মিয়াকে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় ভাই নাসির মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন। 

আরও পড়ুন

×