ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সোনারগাঁয়ে নদীতে ভাসছিল নারীর মরদেহ

সোনারগাঁয়ে নদীতে ভাসছিল নারীর মরদেহ

প্রতীকী ছবি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫ | ১৪:১১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নদীতে ভাসমান অবস্থা অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে বৈদ্যেরবাজার নৌ ফাঁড়ি পুলিশ।

বুধবার সকালে পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদীতে ভাসমান অবস্থা মরদেহটি পাওয়া যায়।

ওই নারীর বয়স আনুমানিক ৩৪-৩৫ বছর। তার পরিচয় পেতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে।

বৈদ্যারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক)  মো. মাহবুবুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×