ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

লোহাগাড়ায় লুট হওয়া গ্যাসগান ও ১৭ টিয়ারসেল উদ্ধার

লোহাগাড়ায় লুট হওয়া গ্যাসগান ও ১৭ টিয়ারসেল উদ্ধার

উদ্ধার হওয়া গ্যাসগান ও টিয়ারসেল 

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫ | ১৭:৪৪ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ | ১৭:৪৭

চট্টগ্রামের লোহাগাড়ায় লুট হওয়া একটি গ্যাসগান ও ১৭টি টিয়ারসেল উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার কলাউজান ইউনিয়নের তেলিপাড়া এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান। 

তিনি বলেন, সকাল ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে নজির হোসেনের বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় একটি গ্যাসগান ও ১৭টি টিয়ারসেল পড়ে থাকতে দেখে সেগুলো উদ্ধার করে থানায় আনা হয়।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো থানা থেকে আগে লুট হওয়া অস্ত্র ও সরঞ্জাম। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 


 

আরও পড়ুন

×