ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ফেনীতে দোকানিকে পিটিয়ে হত্যা, আটক ২

ফেনীতে দোকানিকে পিটিয়ে হত্যা, আটক ২

প্রতীকী ছবি

ফেনী সংবাদদাতা

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫ | ২২:৪২

ফেনীর সোনাগাজী উপজেলায় আব্দুল মতিন (৪৮) নামে এক দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে মতিগঞ্জ ইউনিয়নের বাধা দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

 আব্দুল মতিন ওই গ্রামের রুহুল আমিনের ছেলে। হত্যায় জড়িত সন্দেহে নারীসহ দু’জনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, দুই দিন আগে আব্দুল মতিনের দোকান থেকে নগদ টাকাসহ বেশ কয়েক কাটন সিগারেট চুরি হয়। চুরি হওয়া সিগারেট মতিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন দোকানে বিক্রি করতে গেলে হৃদয়কে ধরে মতিনের কাছে নিয়ে যান স্থানীয়রা। এ সময় হৃদয়কে ছাড়িয়ে নিতে মতিনের ওপর হামলা করে তার মা। আহত হয়ে সেখানেই লুটিয়ে পড়েন মতিন। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন্দ জানান, আটক হৃদয় ও তার মায়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×