আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা
পুলিশের সেই কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত

ছবি: ফাইল
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫ | ২৩:০২
ঢাকার আশুলিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছয়জনের লাশ পোড়ানোর মামলার আসামি শরীয়তপুর সদরের পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদুর রহমান নিজ কর্মস্থল থেকে আত্মগোপনে রয়েছেন। তিনি ছুটি না নিয়ে টানা ছয় দিন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
জেলা পুলিশ জানিয়েছে, মাসুদুর রহমান মায়ের অসুস্থতার কথা বলে চলে গেছেন, পরে আর কর্মস্থলে কার্যক্রম শুরু করেননি। পুলিশ জানে না তিনি এখন কোথায় রয়েছেন। গত ২৯ এপ্রিল মামলাটির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ছিল।
মাসুদুরের এক সহকর্মী জানিয়েছেন, ২৪ এপ্রিল থেকে তিনি থানায় আসছেন না। তিনি আশুলিয়ার ঘটনার হত্যা মামলার আসামি। ঢাকা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতের মামলায় গ্রেপ্তার এড়াতে ভয়ে তিনি আত্মগোপনে চলে গেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মো. তানভির হোসেন ওসি মাসুদুরের কর্মস্থলে অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করলেও মাসুদুর কোনো মামলার আসামি কিনা, সে সম্পর্কে তারা কিছু জানেন না। পুলিশ সদরদপ্তর বা আদালত থেকে এ-সংক্রান্ত কোনো নথিপত্র তাদের কাছে আসেনি। তাঁর অনুপস্থিতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
এ বিষয়ে পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, মাসুদুরের অনুপস্থিতির বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। প্রয়োজনে তারা ব্যবস্থা গ্রহণ করবেন।
- বিষয় :
- শরীয়তপুর