ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জমি নিয়ে বিরোধ

জয়পুরহাটে সাবেক বিজিবি সদস্যকে মারপিটের অভিযোগ

জয়পুরহাটে সাবেক বিজিবি সদস্যকে মারপিটের অভিযোগ

আহত অহিদুজ্জামান। ছবি: সমকাল

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৫ | ১৪:৫৭

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে অহিদুজ্জামান (৪৮) নামে সাবেক বিজিবি সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বাগজানা বাজারে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় আজ শুক্রবার আহত বিজিবি সদস্য পাঁচবিবি থানায় অভিযোগ করেছেন। আহত সাবেক বিজিবি সদস্য উপজেলার বাগজানা গ্রামের মৃত হালিম মুন্সির ছেলে। বর্তমানে তিনি মাইক্রোবাসের চালক হিসেবে নিয়োজিত আছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাবেক বিজিবি সদস্য অহিদুজ্জামান বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রংপুর থেকে মাইক্রোবাস চালিয়ে এসে বাগজানা বাজারে একটি গ্যারেজে মাইক্রোবাসটি রেখে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় একই গ্রামের কালু মিয়া (২৫), বুলু মিয়া (৩০), আফজাল হোসেন (৬০) এবং সাখাওয়াত হোসেন (৫৫) মিলে তার পথ রোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তারা সবাই মিলে বাঁশ ও কাঠের বাটাম দিয়ে বেদম মারপিট করে। মাটিতে পড়ে গেলে সবাই চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়।

আহত অহিদুজ্জামান বলেন, ওদের সাথে আমার পরিবারের জমি নিয়ে বিরোধ লেগেই আছে। গত রাতে ওরা চারজন মিলে আমাকে হত্যার উদ্দেশে লাঠি দিয়ে মারপিট করেছে। আমি যখন মাটিতে পড়ে যাই, তখন ওরা চলে যায়। আমি ওদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। 

অভিযুক্ত সাখাওয়াত হোসেন বলেন, কে কাকে মারপিট করেছে, এসবের কিছুই জানি না। আমার সাথে তাদের বিরোধ আছে এটা সত্য, তবে যে অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা। এ ঘটনায় আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হচ্ছে। 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×