ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পণ্য লুট, চাঁদাবাজির বিচার চান ব্যবসায়ীরা

পণ্য লুট, চাঁদাবাজির বিচার চান ব্যবসায়ীরা

পণ্য লুট, চাঁদাবাজিসহ নানা অপকর্মের প্রতিবাদে শুক্রবার সোনারগাঁয়ের মোগরাপাড়ায় মানববন্ধনের আয়োজন করেন ব্যবসায়ীরা সমকাল

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৫ | ০০:৩৯ | আপডেট: ০৩ মে ২০২৫ | ০৮:৫২

ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপকর্মের প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যবসায়ীদের নেতৃত্বে কর্মসূচি পালিত হয়েছে। এতে দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। 

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ব্যবসায়ী-মালিক সমিতি, উপজেলা পরিবেশক সমিতির নেতারা। তারা অভিযোগ করেন, বিভিন্ন সময়ে দুর্বৃত্তরা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছে। এমনকি নানা প্রতিষ্ঠানের গ্রাহকদের আটকে টাকা-পয়সা ও পণ্য লুটে নিচ্ছে। দোকানপাট বন্ধ করে রাতে বাসায় চলে গেলেও নিস্তার পাচ্ছেন না ব্যবসায়ীরা। দোকানের তালা ভেঙেও মালপত্র লুটে নিচ্ছে দুর্বৃত্তরা। 

মানববন্ধন শেষে বের হওয়া বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা থেকে মারীখালি ব্রিজ ঘুরে মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজারের সামনে শেষ হয়। পরে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর নাম উল্লেখ করে সোনারগাঁ থানা ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন ব্যবসায়ীরা। এ সময় সোনারগাঁ পরিবেশক সমিতির সভাপতি মো. রেজাউল হক রাজা উপস্থিত ছিলেন। 

কর্মসূচিতে বক্তব্য দেন সোনারগাঁ পণ্য পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন,  কোষাধ্যক্ষ মো. মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ, প্রচার সম্পাদক আজিজুল ইসলাম। 

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ব্যবসায়ীরা একটি অভিযোগ দিয়েছেন। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ তৎপর। যার বিরুদ্ধে অভিযোগ, তাকে সহযোগীসহ গ্রেপ্তারে চেষ্টা চলছে। 

আরও পড়ুন

×