গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন মামুন, দুর্বৃত্তের গুলি

মামুন শরীফ
কক্সবাজার ও মহেশখালী প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৫ | ২১:২৬ | আপডেট: ০৬ মে ২০২৫ | ২১:৩১
কক্সবাজারের মহেশখালীতে দুর্বৃত্তদের গুলিতে মামুন শরীফ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মারাক্কাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
মামুন শরীফ (৩৫) মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ছামিরাঘোনা এলাকার মৃত মনছুর আলম ওরফে রসুর ছেলে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় অটোরিকশাচালক নাজেম উদ্দিন জানান, মহেশখালীর ঝাপুয়া স্টেশন হয়ে গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে মঙ্গলবার ভোরে মারাক্কাঘোনা এলাকায় কায়সার ফার্মেসির সামনে রাস্তায় এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি তিনি পুলিশকে জানান।
মহেশখালী থানার ওসি কায়সার হামিদ জানান, খবর পেয়ে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা এসে লাশের পরিচয় শনাক্ত করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা জব্দ করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
- বিষয় :
- কক্সবাজার
- গুলিতে নিহত