ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বাগানের পরিপক্ব আম বাজারজাত শুরু

বাগানের পরিপক্ব আম বাজারজাত শুরু

শার্শার বাগুড়ী বেলতলা বাজারে আম বেচাকেনায় ক্রেতা-বিক্রেতার হাঁকডাক সমকাল

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৫ | ২৩:২২

যশোরের শার্শায় বাগানের পরিপক্ব আম বাজারজাত করা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বাগুড়ী বেলতলা বাজারে শুরু হয়েছে বেচাকেনা। চাষিরা তাদের বাগানের ফল এনে বিক্রি করছেন। এবার শতাধিক আড়তদার পাইকারদের কাছে আম বিক্রি করবেন।
জানা গেছে, উপজেলা প্রশাসনের নির্দেশনায় চাষি, আড়তদার ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভার মাধ্যমে মঙ্গলবার থেকে এ কার্যক্রম শুরু হলো। প্রথমদিকে বাজারে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বায়সহ কয়েকটি আগাম জাতের আম এসেছে। আড়তদাররা প্রতিদিন বিভিন্ন জেলার পাইকারদের কাছে এসব আম সরবরাহ করছেন। 
সরেজমিনে দেখা গেছে, বাগুড়ী বেলতলা বাজারে জমজমাট বেচাকেনা চলছে। বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এসেছেন আড়তে। শুরুতে দাম একটু কম হলেও পরে বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আড়তদার আক্তারুল কবির জুয়েল বলেন, এবার আমের ভালো ফলন হয়েছে। কোনো দুর্যোগ না হলে চাষি লাভবান হবেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় আমের বাজার বাগুড়ী বেলতলা। এখানে প্রতিদিন হাজার হাজার মণ ফল বেচাকেনা হয়। 
বাজারের সভাপতি মাহামুদ আলী ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুন্না জানান, এবার শুরুতেই পর্যাপ্ত আম বাজারে এসেছে। পর্যায়ক্রমে আরও ফল বাজারজাত হবে। এ বাজারে পরিবহন ব্যবস্থা সহজ ও সুলভ হওয়ায় ব্যবসায়ীরা বাড়তি সুবিধা পান। 
বাজারে কোনো অসাধু ব্যবসায়ী বা আড়তদার আমে কেমিক্যাল ব্যবহার করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, বাজারে চাঁদাবাজদের কোনো ছাড় নেই। চাঁদাবাজির অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাগুড়ি বেলতলা বাজারে ব্যবসায়ীর কাছে চাঁদা চাওয়ার অভিযোগে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান বলেন, গত ৪ মে উপজেলার চাষি, আড়তদার ও ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা করা হয়। এর মাধ্যমে বাগুড়ী বেলতলা বাজারে এ মৌসুমের আম বাজারজাত শুরু হয়েছে। কোনো প্রকার অপরিপক্ব আমে কেমিক্যাল ব্যবহার করলে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

আরও পড়ুন

×