নড়াইলে দুই ইউপি চেয়ারম্যানসহ ৪ আ’লীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি: সমকাল
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৫ | ১৬:৪০
নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও হামলার অভিযোগে দুই ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাদের জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম পলাশ, মুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও মুলিয়া ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী, আউড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আ’লীগ নেতা পলাশ মোল্যা এবং শেখহাটি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রুহুল আমিন।
জানা গেছে, গত বছরের ৪ আগস্ট নড়াইল শহরের সীমাখালী-ফেরীঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিলে গুলি, বোমা বিস্ফোরণের ঘটনায় ১০ সেপ্টেম্বর সদর থানায় একটি মামলা হয়।
মামলায় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি মাশরাফী বিন মোর্ত্তজাসহ এজাহারভুক্ত ৯০ জন এবং অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়। মামলায় এজাহার নামীয় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার মামলায় এজাহার নামীয় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
- বিষয় :
- নড়াইল
- আওয়ামী লীগ নেতা
- গ্রেপ্তার