সালথায় সেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত কামাল হোসেন ও হেমায়েত হোসেন। ছবি: সমকাল
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৫ | ১৮:৪১
বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে ফরিদপুরের সালথায় কামাল হোসেন (৪৫) ও হেমায়েত হোসেন (৫০) নামে সেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত নেতাদেরকে আদালতে পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের নওপাড়া ও বাতাগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া কামাল হোসেন সালথা উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও হেমায়েত হোসেন মাঝারদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে বৃহস্পতিবার দিবাগত রাতে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করা হয়েছে। তারা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করে আসছিল। এই কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
- বিষয় :
- গ্রেপ্তার
- সালথা
- আওয়ামী লীগ
- যুবলীগ
- স্বেচ্ছাসেবক লীগ