আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ

ছবি: সমকাল
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২৫ | ০৫:৩০
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া সদরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। শুক্রবার রাতে ছাত্র-জনতা একত্রিত হয়ে পটিয়া হাইস্কুল গেইট সম্মুখ থেকে মহাসড়কের পটিয়া সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পটিয়া প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
এসময় তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকাকারীরা পটিয়ার স্থানীয় প্রশাসনের কাছে দাবি তোলে, তারা যেন তাদের প্রতিবাদের বার্তা সরকারের কাছে পৌঁছে দিতে পারে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মারুফুল আলম, হাসান আল বান্না, মাহবুব উল্লাহ, তালহা রহমান, মুহাম্মদ তৌকির, মুহাম্মদ মাশরাফ, মুহাম্মদ সাকিব, আমিনুল ইসলাম, আবু সিদ্দিক, গাজী আবু হাসনাত প্রমুখ।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ঘটনাস্থলে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
- বিষয় :
- আওয়ামী লীগ
- বিক্ষোভ