ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত কোচ উদ্ধার, ট্রেন চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত কোচ উদ্ধার, ট্রেন চলাচল শুরু

আজ শনিবার সকাল সোয়া ৭টার দিকে লাইনচ্যুত কোচটি উদ্ধার করে রিলিফ ট্রেন। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৫ | ০৯:০০

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে লাইনচ্যুত হওয়া কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের কোচ উদ্ধার করা হয়েছে। এতে আপ লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ডাউন লাইন দিয়ে এখনো বন্ধ রয়েছে।

আজ শনিবার সকাল সোয়া ৭টার দিকে লাইনচ্যুত কোচটি উদ্ধার করে রিলিফ ট্রেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন।

গণমাধ্যমকে তিনি বলেন, সকাল ৬টায় কক্সবাজার এক্সপ্রেসটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আউটার লাইনচ্যুত হয়। তবে গতরাতে দুর্ঘটনাকবলিত মালবাহী কন্টেইনার ট্রেনটি উদ্ধারের জন্য আনা রিলিফ ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে অবস্থান করায় তাৎক্ষণিক উদ্ধারের কাজ শুরু করা হয়েছিল। এতে এক ঘণ্টার মধ্যে কক্সবাজার এক্সপ্রেসের লাইনচ্যুত বগিটি উদ্ধার হয়।

আরও পড়ুন

×