ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রাউজানে তিন হত্যাকাণ্ডে ফাঁসছেন নিরীহ মানুষ

রাউজানে তিন হত্যাকাণ্ডে ফাঁসছেন নিরীহ মানুষ

.

 রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৫ | ২৩:৩৩

চট্টগ্রামের রাউজানে আলোচিত তিনটি হত্যা মামলায় নিরীহ লোকজনকে আসামি করে ফাঁসানোর অভিযোগ উঠেছে। এতে একদিকে মামলার অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে প্রকৃত আসামিরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। মামলা থেকে আসামির নাম বাদ দেওয়ার কথা বলে অর্থবাণিজ্যের অভিযোগও রয়েছে। এসব হত্যা নিয়ে পুলিশের নীরব ভূমিকায় প্রশ্নবিদ্ধ হচ্ছে মামলার কার্যক্রম। জড়িতদের ধরতে পুলিশের ফেসবুক লাইভ সম্প্রচার আসামিকে রক্ষার কৌশল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

জানা যায়, ব্যবসায়ী মানিক আবদুল্লাহ হত্যার পর গত ১৯ এপ্রিল তাঁর স্ত্রী ছেমন আরা বেগম মামলা করেন। মামলার ৫ নম্বর আসামি রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের ইসমাইল হোসেন। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার। ২৫ এপ্রিল সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন। একই মামলায় ৯ নম্বর আসামি করা হয় বেতাগী ইউনিয়নের মো. জামালকে। তাঁকেও ফাঁসানো হয়েছে বলে দাবি পরিবারের।

২২ এপ্রিল রাউজানে গুলি করে হত্যা করা হয় যুবদল কর্মী মোহাম্মদ ইব্রাহিমকে। এ ঘটনায় মামলা করেন তাঁর মা খালেদা বেগম। সেখানে ৮ নম্বর আসামি করা হয় ব্যবসায়ী এসএম শহিদুল্লাহ রনিকে। তিনি থাকেন চট্টগ্রাম শহরে। ইব্রাহিম হত্যায় ৮ জনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ইব্রাহিম হত্যা শেষে দুর্বৃত্তরা যাওয়ার সময় মো. নাঈমকে গুলি করে। ওই ঘটনায় নাঈমের ভাই আবদুল মান্নান বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ আরও ৫-৬  জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।
সূত্র বলছে, ইব্রাহিম হত্যায় অংশ নেওয়া দুর্বৃত্তরাই নাঈমকে গুলি করেছিল। তাহলে দুটি মামলায় আসামির ক্ষেত্রে ভিন্নতার মাধ্যমে অদৃশ্য গায়েবি মামলা দিয়ে হয়রানির বিষয়টি স্পষ্ট বলে মনে করেন স্থানীয়রা। 

মামলা প্রসঙ্গে জানতে চাইলে ব্যবসায়ী এস.এম. শহিদুল্লাহ রনি বলেন, ‘প্রকাশ্যে হত্যাটি হলেও আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। অথচ আমি ঘটনার দিন রাউজানই ছিলাম না। এই মামলা প্রত্যাহারের জন্য আমি প্রধান উপদেষ্টা, আইজিপি, পুলিশ সুপারসহ রাউজান থানা বরাবর লিখিত আবেদন করেছি।’ মামলার বাদী খালেদা বেগম বলেন, ‘আমি আসামিকে চিনি না। আমার দেবর আবদুল হালিম আসামিদের নামে মামলায় দিয়েছেন। কেউ নিরপরাধ থাকলে আমার দেবরকে বলে নাম বাদ দেওয়া হবে।’

এদিকে রাউজানের হলদিয়া ইউনিয়নের যুবদলকর্মী কমর উদ্দিন জিতু হত্যার ঘটনায় গত ১৮ মার্চ তাঁর স্ত্রী ডেজি আকতার মামলা করেন। ওই হত্যা মামলায় উপজেলা বিএনপির সদস্য মহিউদ্দিন জীবনকে ১ নম্বর আসামি করা হয়। তিনি দাবি করেছেন, মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে। অন্যদিকে একই মামলার দুই ব্যবসায়ীসহ তিনজনকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। মামলার 
১৫ নম্বর আসামি হলদিয়া ইউনিয়নের খুদে ব্যবসায়ী মো. সৈয়দ, ১৬ নম্বর আসামি ফুলের দোকানি মো. মামুন ও ১৩ নম্বর আসামি মৎস্য হ্যাচারি কর্মচারী মোহাম্মদ ইব্রাহিম। ফুলের দোকানি মো. মামুন বলেন, ‘বিএনপির দু’পক্ষের কোন্দলের জেরে কমর উদ্দিন জিতু হত্যার শিকার হয়েছে। ঘটনাস্থলে সিসিটিভি ছিল। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে আসামি শনাক্ত করলে নিরীহ মানুষ হয়রানি থেকে মুক্তি পাবে।’

ব্যবসায়ী মো. সৈয়দ বলেন, ‘আমার মতো খুদে মানুষকে আসামি করে মামলাকে হালকা করা হয়েছে। প্রকৃত খুনিরা মামলা থেকে বাদ পড়েছে। আমি এ মামলার নিরপেক্ষ তদন্তের দাবি করছি। মামলার বাদী ডেজি আক্তার বলেন, ‘আমি কাউকে আসামী করিনি। হত্যায় জড়িতদের নাম দিয়েছে পুলিশ।’ 
এ ব্যাপারে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া সমকালকে বলেন, ‘মামলার বাদী এজাহারে যাদের আসামি করেছেন, সেটা মামলা হিসেবে নেওয়া হয়েছে। তদন্ত করে মামলা থেকে নিরপরাধ লোকদের বাদ দেওয়া হবে। প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে আদালতের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করতে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।’

আরও পড়ুন

×