নাটোরে ইসলামী ব্যাংক থেকে ‘দেড় লাখ’ টাকার ব্যাগ চুরি

প্রতীকী ছবি
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২০ | ১২:৫৩
নাটোর ইসলামী ব্যাংক থেকে কৌশলে গ্রাহকের ‘দেড় লাখ’ টাকার ব্যাগ হাতিয়ে নিয়েছে চোরের দল। সোমবার দুপুরে কানাইখালী ইসলামী ব্যাংক শাখার অভ্যন্তরে এই ঘটনা ঘটে।
ব্যাংক ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার দুপুরে চাপাইনবাবগঞ্জের বাসিন্দা পিভিসি পাইপ কোম্পানীর কর্মচারী আব্দুর রউফ ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য কাউন্টারে যায়। এ সময় তিনি কাউন্টারের সামনে ব্যাগটি পায়ের কাছে রেখে লাইনে দাঁড়ান। সামান্য কিছু সময়ের ব্যবধানে দেখেন তার ব্যাগটি নেই। তিনি চিৎকার করে টাকা হারানোর কথা বলেন। ব্যাংক কতৃপক্ষ সিসিটিভি ফুটেজ দেখে একটি ব্যাগ হাতিয়ে নেওয়ার সত্যতা পান।
নাটোর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘আব্দুর রউফের অভিযোগের ভিত্তিতে সন্ধ্যার পর ইসলামী ব্যাংক নাটোর শাখা থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।’ তিনি আশা প্রকাশ করেন, অবলিম্বে টাকা চুরির রহস্য উদঘাটন করা যাবে।