গোয়ালন্দ
একক ব্যক্তির বিরোধিতায় রাস্তার নির্মাণকাজ বন্ধের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ

রাস্তার নির্মাণকাজ বন্ধ হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এলাকাবাসী। ছবি: সমকাল
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৫ | ১৩:০৯ | আপডেট: ১২ মে ২০২৫ | ১৪:২৭
রাজবাড়ীর গোয়ালন্দে একক ব্যক্তির বিরোধিতায় গ্রামীণ রাস্তা নির্মাণের কাজ বন্ধ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে করে এলাকাবাসী।
সোমবার সকালে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাজি গফুর মন্ডল পাড়া ও ভোলাই মাতুব্বর পাড়া গ্রামে গিয়ে এ পরিস্থিতি দেখা যায়।
এ সময় গোয়ালন্দ উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির খান, জাতীয়তাবাদী যুবদলের উজানচর ইউনিয়ন শাখার আহ্বায়ক আরজু প্রামাণিক, সদস্য সচিব ফজলুর রহমান খান ফেলু, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের গোয়ালন্দ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সবুজ খান শিমুল, উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রহিমা বেগমসহ অন্যান্যরা অভিযোগ করে বলেন, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের বরাদ্দে রাস্তার নির্মাণকাজ চলছিল। হটাৎ রাস্তার মাথার অংশের বাড়িওয়ালা রাস্তা আটকিয়ে ঘর নির্মাণ করে। আমরা ঘরটি দ্রুত সময়ের মধ্যে অপসারণ করে রাস্তার নির্মাণকাজ শুরু করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
তবে অভিযুক্ত মো. সাইদ জানান, এখানে সরকারি কোনো জায়গা নেই। তার নিজস্ব জমির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করছে মেম্বার ও এলাকাবাসী।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান বলেন, রাস্তা নির্মাণের বিষয়ে সকল পক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
- বিষয় :
- গোয়ালন্দ
- নির্মাণকাজ