ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কুসিকে ২৩ নাগরিক সেবা ও সনদের ফি বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত

কুসিকে ২৩ নাগরিক সেবা ও সনদের ফি বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত

কুমিল্লা সিটি করপোরেশনের গেট

কুমিল্লা প্রতিনিধি   

প্রকাশ: ১২ মে ২০২৫ | ২২:২৭

সমালোচনার মুখে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) ২৩টি নাগরিক সেবা ও সনদের ফি বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করেছে। সোমবার দুপুরে সিটি করপোরেশন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন করপোরেশনের প্রশাসক সাইফ উদ্দিন আহমেদ। কোনো ধরনের গণশুনানি ছাড়া সম্প্রতি হঠাৎ মূল্য বৃদ্ধি করা হয়। ১ মে থেকে তা কার্যকরের কথা ছিল। 

সোমবার দুপুরে মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারীর নেতৃত্বে নগরবাসীর পক্ষে সিটি করপোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এতে বলা হয়েছে, ‘আমরা কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা। ২০ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশন নাগরিক সেবার ফি বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। এরপর ১৫ এপ্রিল সিটি করপোরেশনের সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা এতে স্বাক্ষর করেন। ২৩টি নাগরিক সেবার বর্তমান ফি ও পুনর্নির্ধারিত ফি তুলে ধরা হয়। এতে ১৯টি খাতে ফি বাড়ানো হয়। এই ক্ষেত্রে ৫ গুণ টাকা বাড়ানো হয় ১৬টি খাতে।’

স্মারকলিপিতে আরও বলা হয়,  বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির যুগে এভাবে জনস্বার্থবিরোধী মূল্যতালিকা বৃদ্ধি কোনোভাবেই কাম্য হতে পারে না। কুমিল্লা সিটি করপোরেশন লাভবান প্রতিষ্ঠান, এখানে টাকার অভাব নেই। কর্মকর্তা-কর্মচারী ও দৈনিক মজুরিভিত্তিক কর্মীরা নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন। সিটি করপোরেশনে ১ হাজার ৫৩৮ কোটি ১০ লাখ টাকার বেশি উন্নয়ন কাজ চলছে। অন্যান্য ফি নগরবাসী দিচ্ছেন। এমন অবস্থায় জনস্বার্থবিরোধী পুনর্নির্ধারিত মূল্যতালিকা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় নগরবাসীকে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

স্মারকলিপি দেওয়া সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী (আবু), কলেজ শিক্ষক মো. নাসির উদ্দিন, প্রকৌশলী আকবর হোসেন প্রমুখ।

কুমিল্লা সিটি করপোরেশন প্রশাসক সাইফ উদ্দিন আহমেদ সমকালকে বলেন, নগরবাসীর কথা চিন্তা করেই ফি বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। যদিও অন্যান্য সিটি করপোরেশনের তুলনায় এই ফি এখনো কম, তবে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি সঠিক ছিল না। ভবিষ্যতে সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। 
 

আরও পড়ুন

×