ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

নড়াইল সুহৃদ উদ্যোগ

মাদকের বিরুদ্ধে তারুণ্যের প্রত্যয়

মাদকের বিরুদ্ধে তারুণ্যের প্রত্যয়

বল্রারটোপ আইডিয়াল কলেজে মাদকবিরোধী শপথ নিচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা

প্রশান্ত সরকার

প্রকাশ: ১৩ মে ২০২৫ | ১২:২১ | আপডেট: ১৩ মে ২০২৫ | ১২:৪১

মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে নড়াইল সুহৃদ সমাবেশের আয়োজনে  ১২ মে শহরের বল্রারটোপ আইডিয়াল কলেজে মাদকবিরোধী আলোচনা করেন সুহৃদরা।

 

 

‘মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ প্রতিপাদ্যে নড়াইল সুহৃদ সমাবেশের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী শপথ ও আলোচনা অনুষ্ঠিত হয়। নড়াইল বল্লারটোপ আইডিয়াল কলেজে এ কর্মসূচি পালন করেন সুহৃদরা। এ সময় ওই শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের কণ্ঠে উচ্চারিত হয় মাদকবিরোধী নানা স্লোগান। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ এম এম সাঈদুর রহমান, সহকারী অধ্যাপক বিপ্লব খন্দকার, জ্যেষ্ঠ প্রভাষক প্রশান্ত কুমার সরকার, সুস্মিতা বিশ্বাস, জয়দেব কুমার কুণ্ডু, ক্রীড়া শিক্ষক ইতি রানী কুণ্ডু, সুহৃদ চয়ন কুণ্ডু প্রমুখ।


এম এম সাঈদুর রহমান বলেন, ‘শুধু অশিক্ষিতদের মধ্যে নয়, এখন শিক্ষিত শ্রেণির মধ্যেও মাদকাসক্তি বাড়ছে। মাদকের নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ, রাষ্ট্র সবখানেই লক্ষ্য করা যাচ্ছে। আজকের শিশু আগামী দিনের কাণ্ডারি। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রচারণা করতে হবে। পরিবার ও সমাজ থেকে আওয়াজ তুলতে হবে মাদকের বিরুদ্ধে।’


শপথ অনুষ্ঠানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। কলেজে কোনো শিক্ষার্থী কোনো রকম মাদকের ব্যবহার কোনো দিন যেন না করে সেই প্রত্যয় ব্যক্ত করে। শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় কর্মসূচি বাস্তবায়িত হয়। 

সভাপতি সুহৃদ সমাবেশ, নড়াইল

আরও পড়ুন

×