কুমিল্লায় আ.লীগ নেতা রেজাউল করিম গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম। ছবি: সংগৃহীত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৫ | ২২:১২
কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি গ্রুপ মিটিংয়ে অংশ নেওয়া এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার রাতে কুমিল্লা নগরীর একটি বাসা থেকে কোতোয়ালি থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। বুধবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলির ঘটনায় গত ১০ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেতার রেজাউল করিম গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তীতে জামিনে এসে সরকারবিরোধী কার্যকলাপ ও সম্প্রতি পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভার্চুয়াল গ্রুপ মিটিংয়ে অংশ নেন তিনি।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন।