ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পটিয়ায় পাহাড় লুটছে প্রভাবশালীরা

পটিয়ায় পাহাড় লুটছে প্রভাবশালীরা

ফাইল ছবি

আহমদ উল্লাহ, পটিয়া (চট্টগ্রাম) 

প্রকাশ: ১৭ মে ২০২৫ | ২৩:২২

চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাইয়ারদিঘি-খরনা সড়কের লালারখীল এলাকা। পিচঢালা সড়কের পাশেই আগে সুবিশাল সবুজ পাহাড় ছিল। এখন গোটা এলাকার চিত্র যেন ভিন্ন। সবুজ তো নেই-ই; উল্টা দেদার সেখানে পাহাড় কেটে মাটি নিয়ে 
যাচ্ছে একটি চক্র। পাহাড় কাটা মাটি পরিবহনের কারণে পুরো এলাকা ধুলায় ধূসরিত। স্থানীয়রা বলছেন, গত এক মাস ধরে নিয়মিত এ এলাকায় পাহাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছে। এ ব্যাপারে পদক্ষেপ নিতে দেখা যায়নি পরিবেশ অধিদপ্তর বা স্থানীয় প্রশাসনকে।
গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিন উপজেলার খরনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লালারখীলে গিয়ে দেখা যায়, রাস্তার পাশের একটি পাহাড় খাড়াভাবে অর্ধেকের বেশি কাটা হয়েছে। ক্ষতিগ্রস্ত পাহাড়ের গায়ে এস্কক্যাভেটর দিয়ে মাটি খুবলে নেওয়ার চিহ্ন। জানা গেল, রাস্তার পাশের পাহাড়টির পেছনের দিকে আরও কয়েকটি পাহাড়ও কাটা চলছে। পাহাড় কেটে খুবলে নেওয়া লাল মাটি বিক্রির জন্য হরদম আসছে ভারী ট্রাক। এসব ভারী ট্রাক চলাচলের কারণে ভাইয়ারদিঘি-লালারখীল সড়কটি এখন ঝুঁকির মধ্যে পড়েছে। কারণ সড়কের পাশেই ৩০ ফুট গভীর খাল। যানবাহনের চাপে সড়কের পাশ ভেঙে পড়ে যাচ্ছে খালে। এ ছাড়াও সরু সড়কে সৃষ্টি হয়েছে উঁচু-নিচু খানাখন্দ। সড়কের পাশে কাটা পাহাড়ে একটি এস্কক্যাভেটর দেখা গেলেও কথা বলার মতো কাউকে সেখানে পাওয়া যায়নি। সব মিলিয়ে প্রায় ১০ একর জায়গাজুড়ে এ ধ্বংসযজ্ঞ চলছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় একজন জানান, এক মাস ধরে পাহাড়টি এস্কক্যাভেটর দিয়ে খাড়াভাবে কাটা হচ্ছে। এর আগে পাশে আরও কয়েকটি পাহাড় কেটে সমান করা হয়েছে। রাত ৮টা থেকে পাহাড় কাটার কার্যক্রম শুরু হয়। সারারাত কাটার কাজ চলে। এখানের লাল মাটি আশপাশের এলাকায় বিক্রি করা হচ্ছে। স্থানীয় দুই প্রভাবশালী ব্যক্তি পাহাড় কাটায় জড়িত। নিরাপত্তার জন্য তিনি সেই প্রভাবশালীদের নাম প্রকাশ করতে রাজি হননি। একই মনোভাব দেখিয়েছেন আরও কয়েকজন স্থানীয়। তবে এর সঙ্গে স্থানীয় এক ইউপি সদস্য এবং মাটি ব্যবসায়ী জড়িত বলে জানা গেছে।
পটিয়া পরিবেশ আন্দোলনের সংগঠক ও জেলা বাসদের সদস্য স ম ইউনুছ বলেন, ‘পটিয়ার হাঈদগাঁও, কেলিশহর ও খরনা এলাকায় পাহাড়, টিলা কেটে পরিবেশবিধ্বংসী কার্যক্রম চলছে বহু বছর ধরে। এতে প্রতিবেশ ও প্রকৃতির অপূরণীয় ক্ষতি হচ্ছে। প্রতিনিয়ত পাহাড় ও টপসয়েল কাটা হলেও স্থানীয় প্রশাসনের কার্যত কোনো ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না। দ্রুত দায়ীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থাসহ পাহাড়-টিলা সুরক্ষিত রাখার ব্যবস্থা নেওয়া জরুরি।’
পাহাড় কাটা প্রসঙ্গে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, পাহাড় কাটার কোনো অনুমতি নেই। লালারখীলে পাহাড় কাটার বিষয়টি আমার জানা নেই। বিষয়টি আমরা খতিয়ে দেখব। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×