ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ভাঙন থেকে ১২ গ্রাম রক্ষায় মানববন্ধন

ভাঙন থেকে  ১২ গ্রাম রক্ষায়  মানববন্ধন

বাউফলে নদীভাঙন থেকে ১২টি গ্রাম রক্ষায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার উপজেলার নিমদী লঞ্চঘাট সমকাল

বাউফল (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৫ | ২৩:২৮

বাউফলের তেঁতুলিয়া ও কারখানা নদীর ভাঙন থেকে ১২টি গ্রামের ঘরবাড়ি ও সড়ক বাঁচাতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার উপজেলার নিমদী লঞ্চঘাটে নদীর পারে এ মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে শতাধিক লোক অংশ নেন। 
নিমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নাসিমা আক্তার বলেন, তেঁতুলিয়া নদীর খুব কাছাকাছি বিদ্যালয়টির অবস্থান। মাঝেমধ্যেই আমরা জোয়ারে ভাসি। শিক্ষার্থীরা প্রায়ই বই, খাতা, ব্যাগ ভিজিয়ে বাড়িতে যায়। বর্ষায় দুঃখের সীমা থাকেনা। মাঠে জোয়ারের পানি ওঠায় শিক্ষার্থীর সংখ্যা কমছে। ভয়ে অভিভাবকরা শিশুদের অন্য বিদ্যালয়ে ভর্তি করছেন। 
পশ্চিম কাছিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুনিল চন্দ্র জানান, বিদ্যালয় থেকে দুই কিলোমিটার দূরে ছিল কারখানা নদী। ভাঙতে ভাঙতে ১০০ ফুটের কাছাকাছি চলে এসেছে। দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হয়ে যাবে। কয়েক বছরে দেড় হাজার ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়েছে।
কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম কবির হোসেন বলেন, হাজিপুর গ্রাম এখন নেই বললেই চলে। গোপালিয়া, বাহেরচর, পশ্চিম কাছিপাড়া প্রতিদিন ভাঙছে। ১৫ কিলোমিটারজুড়ে নতুন করে ভাঙছে। মানুষ দিশেহারা হয়ে পড়ছে। অনেকেই স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। এদিকে নাজিরপুরের নিমদী, বড়ডালিমা ভাঙনরোধে মানববন্ধন করেছেন নাজিরপুর ইউনিয়নবাসী।
পাউবোর জেলা নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বলেন, ভাঙন রোধে গত বছর কিছু কাজ হয়েছে। এ বছরও ভাঙনকবলিত স্থান পরিদর্শন করা হয়েছে। প্রকল্প তৈরির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

×