ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

দুই দাবিতে পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ

দুই দাবিতে পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈরে ভান্নারা এলাকায় সোমবার একটি পোশাক কারখানার শ্রমিকরা ঈদের আগে অতিরিক্ত কাজ না করাসহ দুই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন সমকাল

 কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৫ | ০০:৫৫

গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঈদের আগে অতিরিক্ত কাজ না করাসহ দুটি দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন।
উপজেলার ভান্নারা এলাকায় গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ এলাকার জালো নিটওয়্যার লিমিটেড নামে পোশাক কারখানার শ্রমিকরা সকালে কারখানায় ঢুকে ঈদের আগে অতিরিক্ত কাজ না করা ও অংশগ্রহণকারী কমিটি (পিসি) বিলুপ্ত করার দাবিতে কর্মবিরতি শুরু করে। পরে উত্তেজিত শ্রমিকরা কারখানার বাইরে গিয়ে মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ করার চেষ্টা করে। এ সময় শিল্প-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আঞ্চলিক সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে গেলে শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করে। পুলিশ কয়েক রাউন্ড  সাউন্ড গ্রেনেড ছুড়লে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় শ্রমিকরা সড়কের পাশের দোকানপাটে অবস্থান নিয়ে একত্র হওয়ার চেষ্টা করলে সেখানে যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে আন্দোলনরত শ্রমিকদের সরিয়ে দেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক বলেন, কারখানা কর্তৃপক্ষ ঈদে যে কয়দিন ছুটি দিবে তা পুষিয়ে নিতে ঈদের আগেই বন্ধের দুই দিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ করানোর সিদ্ধান্ত নেয়। তারা (শ্রমিক) বন্ধের দিনগুলোতে কাজ না করার মতামত জানিয়ে কারখানার অংশগ্রহণকারী কমিটি বিলুপ্তির দাবি জানান। তাদের দাবিগুলো না মানলে তারা আবারও আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দেন।
‘জালো নীটওয়্যার লিমিটেড’ নামক কারখানার কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চাইলে তারা গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, ভান্নারা এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা কয়েকটি দাবি নিয়ে বিক্ষোভ করেছেন। পুলিশ তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

আরও পড়ুন

×