ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে প্রত্যাহার হওয়া দুই পুলিশ কর্মকর্তা নতুন দায়িত্বে

সিরাজগঞ্জে প্রত্যাহার হওয়া দুই পুলিশ কর্মকর্তা নতুন দায়িত্বে

ফাইল ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৫ | ১৮:৪৭ | আপডেট: ২০ মে ২০২৫ | ২০:১১

কাজে অবহেলার অভিযোগে প্রত্যাহার হয়ে পুলিশ লাইনসে সংযুক্ত থাকা সিরাজগঞ্জের দুই পুলিশ কর্মকর্তা নতুন দায়িত্ব পেয়েছেন। জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে এক আদেশে তাদের পদায়ন করা হয়েছে। এর মধ্যে পরিদর্শক মো. রওশন ইয়াজদানী সদর কোর্টে দায়িত্ব পেয়েছেন। আর যমুনা সেতু পশ্চিম থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান। গত ১৮ মে পুলিশ সুপার মো. ফারুক হোসেন স্বাক্ষরিত পত্রে তাদের পদায়ন করা হয়। 

এর আগে রায়গঞ্জ থানার ওসির পদ থেকে মোহাম্মদ আসাদুজ্জামান ও এনায়েতপুর থানার ওসির পদ থেকে মো. রওশন ইয়াজদানীকে প্রত্যাহার করে সিরাজগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। রায়গঞ্জে ‘আরাফাত-শরীফের আলোচিত ব্যক্তিগত বন্দিশালায়’ দুই জন ছয়মাস জিম্মি থাকা ও উদ্ধারে দায়িত্ব অবহেলার অভিযোগে মোহাম্মদ আসাদুজ্জামানকে ওসির পদ থেকে গত ৫ মে প্রত্যাহার করা হয়। অপরদিকে, এনায়েতপুরে এক তাঁত কারখানায় ডাকাতির ঘটনায় মামলা না নেওয়ার অভিযোগে রওশন ইয়াজদানীকে প্রত্যাহার করা হয়।

আদেশে আরও ছয় পুলিশ কর্মকর্তাকে পদায়ন ও বদলি করা হয়েছে। সদর কোর্টের পরিদর্শক আব্দুল হাইকে কোর্ট ইন্সপেক্টর পদে, কামারখন্দ থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল লতিফকে একই থানার ওসির পদে, চৌহালী থানার ওসি শাখাওয়াত হোসেনকে কাজিপুরের যমুনার চরের দুর্গম নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক পদে, রায়গঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল ইসলামকে জেলার ডিএসবিতে, ডিএসবির ইন্সপেক্টর আহসানুজ্জামানকে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) পদে, সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) কে. এম. মাসুদ রানাকে রায়গঞ্জ থানার ওসি এবং বেলকুচি থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আব্দুল বারিককে চৌহালীর ওসির পদে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন

×