মামলা থেকে অব্যাহতির কথা বলে টাকা আদায়ের অভিযোগ, গ্রেপ্তার বৈষম্যবিরোধীর সাবেক ২ নেতা

গ্রেপ্তার বৈষম্যবিরোধীর দুই নেতা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৫ | ১৬:৫১ | আপডেট: ২১ মে ২০২৫ | ১৭:৪১
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। মামলা থেকে অব্যাহতির দেওয়া কথা বলে টাকা আদায়, পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে আজ বুধবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা হলেন- পৌরসভার উত্তর সেওতা এলাকার মতিয়ার রহমানের ছেলে মেহেরাব খান ও শিবালয় উপজেলার নবগ্রাম এলাকায় রজ্জব মোল্লার ছেলে আশরাফুল ইসলাম রাজু। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব পদে ছিলেন।
গ্রেপ্তারের পর সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, ‘মানিকগঞ্জ নিউজ’, ‘AMRAI MANIKGANJ’, ‘আমাদের প্রাণের মানিকগঞ্জ’ ও ‘টাঙ্গাইলের সব খবর’ নামে অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিরা ফেসবুক পেজ খোলেন। এসব পেজের অ্যাডমিনদের সঙ্গে যোগসাজশে গ্রেপ্তার দুই ছাত্র প্রতিনিধি জেলা শহরের পশ্চিম দাশড়া এলাকার মো. আনিসুর রহমান ওরফে সাব্বিরের কাছে হোয়াটসঅ্যাপে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। তবে চাঁদা দিতে অস্বীকার করলে তারা আনিসুরকে প্রাণনাশের হুমকি দেয়। চাঁদা দাবির বিষয়টি সদর থানার পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে তদন্ত করে দুই ছাত্র প্রতিনিধির সংশ্লিষ্টতা পায়। পরে আজ সকালে তাদের নিজ নিজ বাসা থেকে আটক করা হয়। আটকের পর আজ বুধবার ভুক্তভোগী আনিসুর রহমান বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলার আহ্বায়ক ওমর ফারুক বলেন, ‘মেহেরাব ও রাজু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটিতে যুগ্ম সদস্য সচিব ছিলেন। পরে তারা পদত্যাগ করেন। চাঁদাবাজির অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।’ চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সদর থানার ওসি বলেন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীসহ বিভিন্ন জনের কাছ থেকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ রয়েছে মেহেরাব এবং রাজুর বিরুদ্ধে। পাশাপাশি পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে।