ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পিসিপির নেতৃত্বে রুমেন চাকমা ও সুপ্রিয় তঞ্চংগ্যা

পিসিপির নেতৃত্বে রুমেন চাকমা ও সুপ্রিয় তঞ্চংগ্যা

ছবি: সংগৃহীত

রাঙামাটি অফিস

প্রকাশ: ২১ মে ২০২৫ | ২২:১৮

সন্তু লারমা সমর্থিত ছাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে রুমেন চাকমা সভাপতি, সুপ্রিয় তঞ্চংগ্যা সাধারণ সম্পাদক ও শৈসানু মারমা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার রাঙামাটিতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২৯তম কাউন্সিলের মাধ্যমে এ নতুন কমিটি নির্বাচন করা হয়। পিসিপির প্রচার ও প্রকাশনা সম্পাদক অন্বেষ চাকমার পাঠানো বিবৃতি থেকে জানা যায়, দিনব্যাপী সংগঠনের কেন্দ্রীয় কাউন্সিল ও প্রতিনিধি সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির অর্থ সম্পাদক টিকেল চাকমা। 

অধিবেশনে আন্তর্জাতিক, জাতীয়, পার্বত্য চট্টগ্রাম, সাংগঠনিক অবস্থা ও আর্থিক প্রতিবেদন সংবলিত সামগ্রিক প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক রুমেন চাকমা।

দ্বিতীয় অধিবেশনে পিসিপির বিদায়ী কমিটির সভাপতি নিপন ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ছাত্রবিষয়ক সহসম্পাদক জুয়েল চাকমা। 

অধিবেশনে বিদায়ী কমিটির পক্ষে বক্তব্য দেন পিসিপির সহসাংগঠনিক সম্পাদক সতেজ চাকমা। অধিবেশনে পিসিপির বিদায়ী কমিটির সহসভাপতি খোকন চাকমা ৩৩ সদস্যবিশিষ্ট ২৯তম কেন্দ্রীয় কমিটি প্রস্তাব করেন। প্রস্তাবিত কমিটিকে উপস্থিত প্রতিনিধি ও পর্যবেক্ষকরা সর্বসম্মতিক্রমে নির্বাচিত করেন। 

আরও পড়ুন

×