ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চট্টগ্রামে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শ্রমিক লীগের সহসভাপতি ও চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) শ্রমিক নেতা আবুল বশর খান। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৩ মে ২০২৫ | ২২:০৬

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শ্রমিক লীগের সহসভাপতি ও চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) শ্রমিক নেতা আবুল বশর খানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার রাঙ্গাদিয়া এলাকা থেকে থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

আবুল বশর খান (৫৮) উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া গ্রামের মৃত হামিদ আলীর ছেলে।

থানার ওসি মো. মনির হোসেন বলেন, বিএনপির মিছিলে হামলার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আবুল বশর খানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে গোপন বৈঠকে অংশগ্রহণ এবং নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

×