বগুড়ায় গ্রাম আদালত সক্রিয় করতে ইউপি সদস্যদের প্রশিক্ষণ

গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৫ মে ২০২৫ | ১১:৩৮ | আপডেট: ২৫ মে ২০২৫ | ১১:৪৯
গ্রাম আদালতকে সক্রিয় করতে বগুড়ার শাজাহানপুরে প্রতিটি ইউনিয়ন পরিষদের সদস্যদের দেওয়া হচ্ছে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমান। রোববার এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী।
এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজা। সার্বিক ব্যবস্থাপনায় আছেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জহিরুল ইসলাম।
প্রশিক্ষণে গ্রাম আদালত গঠন, আদালতের এখতিয়ার, বিচারযোগ্য মামলা, সমন জারি, শুনানি ও সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত কার্যকরণ, ক্ষতিপূরণ ও জরিমান, কতিপয় মামলা স্থানান্তর, অন্তর্ভূক্তিমূলক গ্রাম আদালত ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
- বিষয় :
- গ্রাম আদালত
- প্রশিক্ষণ কর্মশালা
- বগুড়া