ফরিদপুরে অসহায় পরিবারের ভিটেমাটি দখলের চেষ্টা, যুবক গ্রেপ্তার

প্রতীকী ছবি
ফরিদপুর অফিস
প্রকাশ: ২৫ মে ২০২৫ | ১৪:৩১ | আপডেট: ২৫ মে ২০২৫ | ১৬:৩২
ফরিদপুরের সদরপুর উপজেলায় অপারেশন ডেভিল হান্টে রুবেল শেখ (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত। তাকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার আকোটরচর ইউনিয়নের তালতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। তিনি ওই ইউনিয়নের ছোনপঁচা গ্রামের শেখ মান্নানের ছেলে। সম্প্রতি তার বিরুদ্ধে এক অসহায় পরিবারের ভিটেমাটি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে।
জানা যায়, তালতলা গ্রামের সত্তোর্ধ্ব শেখ আব্দুর রউফ নামে এক দারিদ্র কৃষকের বসতবাড়িসহ ১৬ শতাংশ জমি জোরপূর্বক লিখে দেওয়ার জন্য হুমকি-ধমকিসহ চাপ সৃষ্টি করেন রুবেল শেখ। এমনকি তার বসতবাড়ির ওপর জোরপূর্বক ঘরও তুলেন। পরে থানা পুলিশ খবর পেয়ে বাঁধা দেন। এসব বিষয় নিয়ে একাধিকবার সালিশ বসলেও তা অমান্য করে আসছিলেন তিনি। এসব বিষয়ে ভুক্তভোগী পরিবারটি সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন।
ভুক্তভোগী শেখ আব্দুর রউফের স্ত্রী রাজিয়া বেগম বলেন, আমার স্বামীর এই জমিটুকুই তার শেষ সম্বল। কিন্তু এই জমি নেয়ার জন্য উঠে পড়ে লেগেছে রুবেল। লিখে না দিলে মেরে ফেলারও হুমকি দিচ্ছে।
তিনি জানান, তার স্বামী অন্যত্র যাওয়ার জন্য জমিজমা বিক্রির সিদ্ধান্ত নেন। এক পর্যায়ে রুবেলের সঙ্গে ২৭ লাখ টাকায় বিক্রির কথা হয়। এরমাঝে রুবেল ১৮ লাখ টাকা দিয়ে বাকি টাকা না দিয়েই জমি লিখে দিতে বলে। পরবর্তীতে ১৬ লাখ টাকা ফেরত নিয়ে যায় এবং দুই লাখ টাকা রেখে দিয়ে বলেন, পরে নিবেন।
রাজিয়া বেগম আরও বলেন, আমরা ভিটেমাটি বিক্রি করে এই টাকা দিয়েই অন্য এলাকায় জমি কেনার জন্য বায়না দিয়েছিলাম। রুবেল সম্পূর্ণ টাকা না দেওয়ায় আমারাও তাদের টাকা দিতে পারিনি। এর ফলে তারাও টাকা ফেরত দিয়ে দেন। এরপর বাকি দুই লাখ টাকা ফেরত না নিয়েই সব জমি লিখে দেওয়ার জন্য হুমকি-ধমকি দেন। এরপর জোর করে ঘরও তুলেন। থানার ওসি মীমাংসা করে দিলেও রুবেল কারও কথা মানেনি। তিনি কয়েকদিন ধরে আমার স্বামীকে মেরে ফেলার জন্য খুঁজছিলেন এবং বাড়ির পাশে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে আসছিল।
রুবেলের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, রুবেলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণে ডেভিল হান্ট অভিযানে তাকে আটক করা হয় এবং পরবর্তী রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।