গাঁজা সেবনকালে বন্ধুদের মধ্যে বাকবিতণ্ডা-মারধর, পরে গলায় রশি পেঁচিয়ে শুভকে হত্যা: পুলিশ
গ্রেপ্তার ৩

গ্রেপ্তার ৩ জন
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২৫ | ১৬:৪২ | আপডেট: ২৫ মে ২০২৫ | ১৭:৫২
নরসিংদীতে গাঁজা সেবনের সময় বন্ধুদের মধ্যে বাকবিতণ্ডা, মারধরের একপর্যায়ে শুভ মিয়া নামে এক তরুণকে হত্যা করে তার বন্ধুরা। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদীর পুলিশ সুপার এস এম মোস্তাইন হোসেন।
নিহত শুভ সদর উপজেলার শেখেরচর মোল্লাপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন- শেখেরচর মোল্লাপাড়া এলাকার জাকির হেসেনের ছেলে হাবিবুর রহমান, একই উপজেলার কুড়েরপাড় এলাকার দেলোয়ার হোসেনের ছেলে কবির হোসেন এবং পলাশ উপজেলার কুমারটেক এলাকার জালাল মিয়ার ছেলে আহম্মাদ নাঈম। তারা বন্ধুরা মিলে একসঙ্গে মাদক সেবন করতো।
পুলিশ সুপার জানান, ৬ এপ্রিল রাতে সদর উপজেলার খিদিরপুর টেকপাড়া এলাকায় ব্রিজের পাশে নিহত শুভ, হাবিবুর, কবির, নাঈম ও তাদের অন্য এক বন্ধু গাঁজা সেবন করছিলেন। সেবনের একপর্যায়ে শুভর সঙ্গে হাবিবের বাকবিতণ্ডা হয়। পরে শুভকে কিল-ঘুষি মারতে থাকেন হাবিবুর। এ সময় কবির, নাঈম ও অন্য আরেক বন্ধুও শুভকে মারতে শুরু করেন। মারধরের একপর্যায়ে পাশে পড়ে থাকা রশি দিয়ে শুভর গলায় পেঁচিয়ে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ পাশের একটি ডোবায় ফেলে যায় চার বন্ধু।
এ বিষয়ে নরসিংদী মডেল থানায় মামলা হলে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাঁচপুর এলাকা থেকে হাবিবুর রহমান ও কবির হোসেনকে এবং বুধবার চাঁদপুরের মতলব উত্তর থানার নায়েরগাঁও এলাকা থেকে নাঈমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামিরা আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।