ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সংবাদচিত্রে জুলাই অভ্যুত্থান প্রদর্শনী

সংবাদচিত্রে  জুলাই অভ্যুত্থান প্রদর্শনী

গণঅভ্যুত্থানের স্মৃতিচারণে রোববার ত্রিশালে ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ শীর্ষক প্রদর্শনী পরিদর্শনে ইউজিসির চেয়ারম্যানসহ অতিথিরা সমকাল

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৫ | ০১:০৩ | আপডেট: ২৬ মে ২০২৫ | ১১:২১

কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন। এর পুরোটা সময়জুড়ে দেশের সংবাদপত্রগুলোতে কী ছাপা হয়, কী রকমই বা ছিল সেসব সংবাদের উপস্থাপন? এসব বিষয় সম্পর্কে জানাতে ও স্মৃতিচারণ করতে ‘সংবাদচিত্রে জুলাই অভ্যুত্থান’ শীর্ষক দুই দিনব্যাপী তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের পাশে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খান। এ সময় উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খান, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্য জেহাদ উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মিজানুর রহমান প্রমুখ।

সরেজমিন দেখা যায়, প্রদর্শনীতে গত জুলাই-আগস্টে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত আন্দোলন ও নানাবিধ ঘটনা সংক্রান্ত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকার শিরোনাম, সংবাদ ও ছবির পেপার কাটিং প্রদর্শিত হয়েছে।

আয়োজনের বিষয়ে সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোছা. জান্নাতি বেগম জানান, জুলাইয়ের চেতনা আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই চেতনা যেন সবার স্মরণে থাকে, ভবিষ্যৎ প্রজন্ম যেন অনুপ্রেরণা নিতে পারেন সেই ভাবনা থেকেই এ উদ্যোগ।

সাংবাদিক সমিতির সভাপতি কামরুল হাসান বলেন, গত জুলাই-আগস্টে আন্দোলনে সাংবাদিকরা কতটা ঝুঁকি নিয়ে নিরপেক্ষ ও সত্য তথ্য মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তা স্মরণ করিয়ে দিতেই এই প্রদর্শনীর আয়োজন।

আরও পড়ুন

×