ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পদত্যাগী প্রধান শিক্ষকের ফেরার খবরে স্কুলে তালা

পদত্যাগী প্রধান শিক্ষকের ফেরার খবরে স্কুলে তালা

ফাইল ছবি

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৫ | ২৩:৩৪

বরিশালের বানারীপাড়ার পদত্যাগ করা প্রধান শিক্ষকের যোগদানের খবরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল ছুটি দিয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার পৌর শহরের ঐতিহ্যবাহী দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।  
জানা গেছে, পদত্যাগী প্রধান শিক্ষক মো. জামাল হোসেন সোমবার স্কুলে যোগদান করবেন– এলাকায় এমন গুঞ্জন ওঠে। বিষয়টি জেনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল আমিন স্কুল ছুটি দিয়ে শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেন। পরে স্কুলে তালা ঝুলিয়ে তিনিসহ সব শিক্ষক-কর্মচারী বাড়ি চলে যান। দুপুর ১২টার দিকে এলাকাবাসী ও অভিভাবকরা বিদ্যালয়ে তালা ঝুলতে দেখে ক্ষোভ প্রকাশ করেন। তালাবদ্ধ বিদ্যালয়ে তখনও জাতীয় পতাকা উড়তে দেখা যায়। 
ঘটনার সত্যতা স্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল আমিন বলেন, সোমবার বিদ্যালয়ে দুটি ক্লাস (পাঠদান) শেষে স্কুল ছুটি দেওয়া হয়েছে।  এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর বলেন, শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রেখে স্কুলে তালা ঝুলিয়ে শিক্ষকদের চলে যাওয়া ঠিক হয়নি। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 
গত বছরের ৩ সেপ্টেম্বর প্রধান শিক্ষক জামাল হোসেন পদত্যাগ করেন। ওই দিন তাঁকে ভয়ভীতি দেখিয়ে ও জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে দাবি করে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন। একই সঙ্গে বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা, ইউএনওসহ সংশ্লিষ্টদের লিখিতভাবে জানান। পরে বারবার চেষ্টা করেও ম্যানেজিং কমিটি ও শিক্ষক-শিক্ষার্থীদের বাধার কারণে তিনি আর বিদ্যালয়ে যোগদান করতে পারেননি। ১১ ডিসেম্বর থেকে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নুরুল আমিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। 

আরও পড়ুন

×