মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে শিশু অসুস্থ, জরিমানা

ভাঙ্গা পৌর বাজারের মাহ্দি সুপারশপ
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মে ২০২৫ | ০০:২১
ফরিদপুরের ভাঙ্গা পৌর বাজারের মাহ্দি সুপারশপ নামের এক দোকান থেকে মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে পাঁচ বছরের একটি শিশু অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক জাহিদ হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া।
বিষয়টি নিশ্চিত করে মেশকাতুল জান্নাত রাবেয়া জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে দোকানটিতে অভিযান চালানো হয়। তখন দোকানে বিক্রির জন্য রাখা মেয়াদোত্তীর্ণ আরও বেশকিছু কেক বিনষ্ট করা হয়। মুচলেকা নিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় দোকান মালিককে। এ সময় অভিযোগকারীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রোববার দুপুরে মাহ্দি সুপারশপ থেকে কেক কিনে বাসায় যান পৌরসভার বাসিন্দা ইব্রাহীম মিয়া। কেক খাওয়ানোর পর তাঁর পাঁচ বছরের মেয়েটি একাধিকবার বমি করে। এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। তৎক্ষণাৎ তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় বিচার চেয়ে গতকাল ভ্রাম্যমাণ আদালতে একটি লিখিত অভিযোগ দেন মেয়েটির বাবা। ঘটনার সত্যতা মিললে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ফোন না ধরায় এ বিষয়ে মাহ্দি সুপারশপের মালিক জাহিদ হোসেনের (৪৮) বক্তব্য জানা সম্ভব হয়নি। বর্তমানে মেয়েটি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছেন অভিযোগকারী ইব্রাহিম মিয়া।