ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

গাজীপুরে আতঙ্কজনিত রোগে অসুস্থ ২৯ পোশাক শ্রমিক

গাজীপুরে আতঙ্কজনিত রোগে অসুস্থ ২৯ পোশাক শ্রমিক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৫ | ০০:৪৪

একটি পোশাক কারখানায় আতঙ্কজনিত রোগে (প্যানিক ডিসঅর্ডার) আক্রান্ত হয়েছেন ২৯ জন শ্রমিক। কর্তৃপক্ষ কারখানাটি এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। গাজীপুরের কাশিমপুর থানার দক্ষিণ পানিশাইল এলাকায় সোমবার সকালে ডরিন অ্যাপারেলস নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। এ সময় আক্রান্ত শ্রমিকের সহকর্মীরা তাদের উদ্ধার করে স্থানীয় ল্যাব ওয়ান হাসপাতালে ভর্তি করেন। আক্রান্ত শ্রমিকরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে চলে গেছেন বলে জানিয়েছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে শ্রমিকরা কর্মস্থলে যোগ দেন। এর এক ঘণ্টা পর সকাল সাড়ে ৯টার দিকে প্রথমে কারখানার সুইং সেকশনের ৩ নম্বর লাইনের ৯ জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাদের উদ্ধার করে ল্যাব ওয়ান হাসপাতালে ভর্তি করেন। এর পরই কারখানাটির আরও ২০ জন শ্রমিক অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান। তাদের উদ্ধার করে একই  হাসপাতালে ভর্তি করা হয়। শ্রমিক অজ্ঞান ও অসুস্থ হওয়ার খবর সহকর্মী শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে দুপুর দেড়টার দিকে কারখানা কর্তৃপক্ষ এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেন। অসুস্থ শ্রমিকের বেশির ভাগই নারী।

এ কারখানার শ্রমিক মিলন মিয়া ও লিঠু সরদার জানান, সকাল সাড়ে ৯টার পর হঠাৎ কয়েকজন নারী শ্রমিক অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান। তাদের পাশের একটি হাসপাতালে ভর্তি করা হয়। 

শ্রমিকরা আরও জানান, এ ঘটনায় আরও শ্রমিক অসুস্থ হওয়ার খবর পান। পরে জানতে পারেন সুইং শাখার রিপন আহমেদ, তাছলিমা বেগম, সিমা আক্তারসহ ২৯ জন শ্রমিক অসুস্থ হয়েছেন।

কারখানার ওয়েল ফেয়ার অফিসার মরিয়ম খাতুন বলেন, শ্রমিকরা কী কারণে অসুস্থ হয়েছেন, এর তদন্ত শুরু করেছেন। কারখানার পানি পরীক্ষা করতে ঢাকার ল্যাবে পাঠানো হয়েছে।

কারখানার পরিচালক (প্রশাসন) তানভীর মণ্ডল বাপ্পি বলেন, এত শ্রমিক হঠাৎ কেন অসুস্থ হয়ে পড়লেন, তা তিনি বুঝতে পারছেন না।

ল্যাব ওয়ান হাসপাতালের সহকারী ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, অসুস্থ শ্রমিকরা প্যানিক ডিসঅর্ডারে আক্রান্ত ছিলেন। চিকিৎসা দেওয়ার পর তারা সুস্থ হয়ে চলে গেছেন।
 

আরও পড়ুন

×