ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মানসিক ভারসাম্যহীন ছেলের শাবলের আঘাতে বাবার মৃত্যু

মানসিক ভারসাম্যহীন ছেলের শাবলের আঘাতে বাবার মৃত্যু

ছবি- প্রতীকী

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৫ | ১৫:২৯ | আপডেট: ২৭ মে ২০২৫ | ১৫:৪০

নরসিংদীর রায়পুরা উপজেলায় ছেলের শাবলের আঘাতে বাবা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম কবির হোসেন (৫০), আর অভিযুক্ত ছেলে মনির হোসেন (২৮) মানসিক ভারসাম্যহীন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মানসিক ভারসাম্যহীন মনির হোসেন একই ঘরে বসবাস করতেন তার পিতা কবির হোসেনের সঙ্গে। হঠাৎ রাতের আঁধারে শাবল দিয়ে আঘাত করে বাবাকে গুরুতর জখম করে সে। আহত অবস্থায় কবির পালিয়ে পাশের জমিতে আশ্রয় নিলেও, মনির সেখানে গিয়েও তাকে আঘাত করে হত্যা করে।

স্থানীয়রা জানান, মনির কয়েক মাস আগে সৌদি আরব থেকে ফিরে আসার পর থেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এর আগেও সে পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে তিনমাস কারাবাস করেন। পরে পিতা জামিনে মুক্ত করে তাকে দেখাশোনায় রাখেন।

প্রতিবেশীরা জানান, হত্যার সময় কেউ মনিরের সামনে যেতে সাহস পাননি। পরে লোকজন একত্র হয়ে তাকে আটক করে হাত-পা বেঁধে পুলিশের হাতে তুলে দেয়।

রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত মনির সত্যিই মানসিক ভারসাম্যহীন কি না, তা ডাক্তারি পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন

×