চিন্ময় দাসকে আরেক মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদে অনুমতি

চিন্ময় কৃষ্ণ দাস
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৭ মে ২০২৫ | ১৮:৩৩
চট্টগ্রাম আদালতপাড়ায় মসজিদে হামলার মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম এস এম আলাউদ্দিনের আদালত এ আদেশ দেন। এর আগে সোমবার পুলিশের ওপর হামলার মামলায় তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছিলেন আদালত।
চট্টগ্রাম মহানগর এপিপি রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, মসজিদে ভাঙচুর ও হামলা মামলার তদন্ত কর্মকর্তা মঙ্গলবার আসামি চিন্ময় দাশকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
এ ছাড়া গত ১৮ মে চিন্ময়কে রাষ্ট্রদ্রোহ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন আদালত।
চট্টগ্রাম কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ নিয়ে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় অনুসারীরা বিক্ষোভ করলে পুলিশ লাঠিচার্জ পুলিশ। ওই সময় সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।
- বিষয় :
- চিন্ময় কৃষ্ণ দাস
- জিজ্ঞাসাবাদ