ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

দৌলতদিয়া লঞ্চঘাট

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৫ | ১২:৩৯ | আপডেট: ২৯ মে ২০২৫ | ১২:৪২

বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিট থেকে এই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়।

বিআইডাব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মোহাম্মদ শিমুল বলেন, বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। ফলে নৌ-দুর্ঘটনা এড়াতে সকাল ৯টা ২০ মিনিট থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি উন্নতি হলে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বৈরী আবহাওয়া থাকলেও সতর্কতার সঙ্গে ফেরি চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

আরও পড়ুন

×