ইউএনও যেন শিক্ষক

তাহিরপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানে ব্যস্ত ইউএনও সমকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২৫ | ০০:০৭
অর্পিত প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি কর্তব্যরত এলাকার শিশু-কিশোরদের মাঝে উৎসাহ জোগাতে শ্রেণিকক্ষের শিক্ষকের ভূমিকায় হাজির হলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম।
মঙ্গলবার উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে সেখানকার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে পাঠদান করেন ইউএনও। এ ছাড়া তিনি বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতে তাদের প্রতি আহ্বান জানান।
শিক্ষকের ভূমিকার পাশাপাশি দায়িত্বশীল অভিভাবকের মতো তিনি শিক্ষার্থীদের সঠিক সময়ে খাওয়া, ঘুম, পড়ালেখা, খেলাধুলা ও ইবাদতের উপদেশ দেন। এমনটাই জানিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে তিনি বিদ্যালয়ের একটি কক্ষে শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের আনসার ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণে ক্লাস নেন।
ইউএনও আবুল হাসেম বলেন, প্রকৃত শিক্ষা অর্জন, শিক্ষার পরিবেশ উন্নয়নে সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন অব্যাহত থাকবে। উপজেলার যেখানেই যান সে এলাকার শিক্ষার পরিবেশ নিয়ে আগে আলোচনা করেন তিনি।
শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মোফাজ্জল হোসেন বলেন, ইউএনও বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করেছেন।
- বিষয় :
- বিদ্যালয়