ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মির্জাপুরে ২০ লাখ টাকার সয়াবিন তেলসহ ট্রাক ছিনতাই

মির্জাপুরে ২০ লাখ টাকার সয়াবিন তেলসহ ট্রাক ছিনতাই

ছবি: সমকাল

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৫ | ১৮:৪২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে ২০ লাখ টাকার ৬০ ড্রাম সয়াবিন তেলসহ ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে মির্জাপুর বাইপাস আন্ডারপাসের পূর্বপাশে এই ছনতাইয়ের ঘটনা ঘটে। 

ছিনতাইকারীরা ট্রাকের চালক ও হেলপারের  হাত, পা ও মুখ বেধে মহাসড়কের দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকায় ফেলে রেখে চলে যায়। মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করেন বলে জানা গেছে।

পুলিশ ও ট্রাকের মালিক জানান, বৃহস্পতিবার বিকেলে চট্রগ্রামের মিল্লাত ট্রান্সপোর্ট থেকে ২০ লাখ টাকার ৬০ ড্রাম সয়াবিন তেল (ঢাকা-মেট্রো-ট-২৪-৪৮২৯) ট্রাকে ভর্তি করে বগুড়ার দুপচাচিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। রাত সোয়া তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস আন্ডারপাসে উঠতে চালক গাড়িটির গতি কমান। এসময় কয়েকজন ছিনতাইকারী একটি মিনি ট্রাক নিয়ে তেলভর্তি ট্রাকটির গতিরোধ করে। পরে ছিনতাইকারীরা তেলভর্তি ট্রাকের দুই পাশের গ্লাস ভেঙে চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে নামিয়ে মিনি ট্রাকে উঠিয়ে টাঙ্গাইলের দিকে যাত্রা করেন। অন্য ছিনতাইকারীরা তেলভর্তি ট্রাক নিয়ে চম্পট দেয়। ছিনতাইকারীরা চালক ও হেলপারকে মারপিট করে মহাসড়কের দেলদুয়ার উপজেলার ডুবাইল নামক স্থানে ফেলে রেখে চলে যায়। রাত চারটার দিকে মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করেন।
 
ট্রাকের চালক নওগা সদরের আলাউদ্দিনের ছেলে আলআমিন ও হেলপার একই এলাকার বাবু মিয়ার ছেলে টিটু প্রাথমিক চিকিৎসা শেষে মির্জাপুর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।   

ট্রাকের মালিক সনি বলেন, চট্রগ্রামের মিল্লাত ট্রান্সপোর্ট থেকে ২০ লাখ টাকার ৬০ ড্রাম সয়াবিন তেল নিয়ে দুপচাচিয়া যাওয়ার পথে মির্জাপুর বাইপাস এলাকা থেকে তেলসহ ট্রাক ছিনতাই হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ট্রাক ও তেল উদ্ধারে পুলিশ কাজ করছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

আরও পড়ুন

×