ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঈদের আগে বোনাস বেতন পরিশোধের আহ্বান

ঈদের আগে বোনাস বেতন পরিশোধের আহ্বান

পূর্ণ বোনাস ও মে মাসের পুরো বেতন ঈদের আগে দেওয়ার দাবি জানিয়ে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত মানববন্ধনের একাংশ। শুক্রবার বিকেলে নগরীর ২ নম্বর রেলগেট এলাকায় সমকাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৫ | ০০:৩৮

ঈদুল আজহার আগে গার্মেন্টস শ্রমিকদের পূর্ণ বোনাস ও মে মাসের পুরো বেতন দেওয়ার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতারা। গতকাল শুক্রবার বিকেলে সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা। এ সময় বক্তারা আসন্ন বাজেটে শ্রমিকের জন্য রেশন, আবাসন, বিনামূল্যে চিকিৎসার 
জন্য বিশেষ বরাদ্দ ও বিশেষ ক্ষমতা আইন বাতিলের দাবি ওঠে। 
নগরীর ২ নম্বর রেলগেট এলাকায় আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, ক্রমাগত নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণে শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষহ। দরিদ্র শ্রমজীবী মানুষ ঈদেই কেবল ভাবতে পারেন পরিবার-পরিজনের জন্য কিছু ভালো খাবার ও কিছু জামাকাপড় কেনার কথা। এমনিতেই শ্রমিকের মজুরি কম। তাই ঈদের আগে তারা আয় বাড়ানোর জন্য অতিরিক্ত কাজ করেন। কিন্তু মালিকরা এই সময়ে বেতন-বোনাস নিয়ে সংকট তৈরি করেন। 
তারা বলেন, সরকারি প্রতিষ্ঠানে মূল বেতনের সমান উৎসব ভাতা (বোনাস) দেওয়া হয়। অথচ যাদের উৎপাদনে দেশে বৈদেশিক মুদ্রা আসে, তাদের ঠিকমতো বোনাস দেওয়া হয় না। কিছু বড় ফ্যাক্টরি বাদে অন্যান্য কারখানায় শ্রমিকেরা মূল বেতনের অর্ধেক বোনাস পান। কোথাও বোনাস না দিয়ে বকশিশ দেওয়া হয়। সরকার মে মাসের মধ্যে বোনাস পরিশোধের নির্দেশ দিলেও এখনও বহু গার্মেন্টসে বোনাস দেওয়া হয়নি। 
সংগঠনের জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ, জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহসাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ প্রমুখ। 
 

আরও পড়ুন

×