মাঠে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

প্রতীকী ছবি
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মে ২০২৫ | ০৩:২৮
চট্টগ্রামের সাতকানিয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম মরফলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম মোহাম্মদ জসিম উদ্দিন (৪০)। তিনি নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম মরফলা গ্রামের সিদ্দিক আহমদের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে জসিম বৃষ্টির মধ্যে মাঠে জাল ফেলে মাছ ধরার জন্য যায়। বিকেল পর্যন্ত তিনি মাঠেই ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে জসিমের মৃত্যু হয়।