ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

বীরত্বের গল্প ও শোকগাঁথা সংরক্ষণের জন্য জুলাই জাদুঘরের প্রতিষ্ঠা: সংস্কৃতি উপদেষ্টা

বীরত্বের গল্প ও শোকগাঁথা সংরক্ষণের জন্য জুলাই জাদুঘরের প্রতিষ্ঠা: সংস্কৃতি উপদেষ্টা

ছবি: সমকাল

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৫ | ২১:০১

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, জুলাই জাদুঘর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হচ্ছে জুলাইয়ের বীরত্বের গল্প এবং শোকগাঁথা সংরক্ষণ। যাতে ৫০ বছর পরে গিয়েও পরবর্তী প্রজন্ম জানতে পারে কী হয়েছিল, তারা যেন বুঝতে পারে কী করা যাবে, কী করা যাবে না। এতে আর কোনোদিন এরকম খুনির আবির্ভাব হবে না।

শনিবার বিকেলে পেকুয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের বাড়ি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্মারক সংগ্রহের উদ্দেশ্যে শহীদদের বাড়ি পরিদর্শনে যাচ্ছি। আগামী এক থেকে দেড় মাস এ কার্যক্রম চলবে। 

এসময় শহীদ ওয়াসিমের মা জোসনা বেগম বলেন, মৃত্যুর আগে আমি ছেলে হত্যার ন্যায়বিচার দেখে যেতে চাই। খুনিদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।

এর আগে কক্সবাজারের পেকুয়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ৫ জনের মাঝে অনুদানের চেক বিতরণ করেন সংস্কৃতি উপদেষ্টা। পেকুয়া উপজেলা পরিষদ হলরুমে এ চেক বিতরণ করা হয়। এ সময় জুলাই অভ্যুত্থানে আহত প্রতিজনের মাঝে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরীসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

আরও পড়ুন

×